করোনার অবস্থাকে সামলে নিয়ে দ্বিতীয় দফায় লকডাউন শিথিলের ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী এদোওয়ার্দ ফিলিপ।
করোনা পরিস্থিতি স্থিতিশীল থাকায় বৃহস্পতিবার (২৮ মে) এক প্রেস ব্রিফিংয়ে লকডাউল শিথিলের বিষয়ে বিস্তারিত জানান দেশটির প্রধানমন্ত্রী। লকডাউনের নতুন বিধি অনুসারে দেশটিতে খুলবে বার, রেস্টুরেন্ট ও ক্যাফে। পাশাপাশি আগামী ২রা জুন থেকে খুলবে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল।
এছাড়া, ১৫ই জুন থেকে ইউরোপীয় দেশগুলোর সাথে সীমান্ত পুনরায় খুলে দেয়া হবে। একইসাথে ২২ জুন থেকে সিনেমা হলগুলোও খুলে দেয়া হবে দর্শকদের জন্য।
উল্লেখ্য, লকডাউন শিথিল হলেও জনগণকে কঠোরভাবে মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি ও এক অপরের থেকে বজায় রাখতে হবে তিন ফুট দূরত্ব। দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে প্রায় ২৯ হাজার, আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৬ হাজারের বেশি। বিশ্বে করোনায় আক্রান্ত শীর্ষ ৭ দেশের মধ্যে রয়েছে ফ্রান্স।
আনন্দবাজার/শাহী