ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আবারও উচ্চতা মাপতে এভারেস্টে চীনা সার্ভে দল

বিশ্বের উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্টের উচ্চতা হল ৮ হাজার ৮৪৮ মিটার। তবে চীনের হিসেবে এভারেস্টের উচ্চতা ৮ হাজার ৮৪৪.৪৩ মিটার। আর এই নিয়ে সম্প্রতি নেপাল এবং চীনের মাঝে মতবিরোধ দেখা দিয়েছে।

গত ১ মে চীন এভেরেস্টের যে উচ্চতা প্রকাশ করেছিল, তা নেপালের হিসেব থেকে চার মিটার কম। এতে আপত্তি জানায় নেপাল। ফলে এভারেস্টের উচ্চতা আরও একবার পরিমাপ করতে সেখানে যায় চীনা সার্ভে দল।

চীন জানান, এভারেস্টের প্রকৃত উচ্চতা মানুষের জ্ঞান এবং বিজ্ঞানীদের গবেষণায় সাহায্য করবে। আর এ কারণেই এভারেস্টের উচ্চতা নতুন করে পরিমাপের জন্য সার্ভে দল পাঠিয়েছে তারা।

চলমান করোনা পরিস্থিতিতে এভারেস্টে বিদেশি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। চীন তাই নিজের দেশের নাগরিকদের নিয়ে তৈরি একটি সার্ভে দল সেখানে পাঠিয়েছে।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন