ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা প্রতিরোধে মন্দিরে নরবলি!

করোনাভাইরাসে বিধ্বস্ত সারা বিশ্ব। করোনা আক্রান্ত এবং মৃতের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। এই সংকট উত্তরণে সকলেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু অনেকে মহামারি থেকে বাঁচতে অনুসরণ করছে কুসংস্কার। ভারতে এবার এমন এক কুসংস্কারের ঘটনা জানা গেল। করোনা প্রতিরোধে এক ব্যক্তিকে বলি দিল মন্দিরের পুরোহিত।

স্থানীয় সূত্রে খবর, ভারতের একটি মন্দিরের পুরোহিত সানসারি ওঝা এক ব্যক্তিকে বলি দিয়েছে। তারপর নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করে নিজের অপরাধ স্বীকার করে নিয়েছে। বুধবার (২৭ মে) রাতে কটকের নরসিংহ থানার বান্ধাহুদায় এই ভয়ংকর ঘটনা ঘটেছে। পুলিশকে ওই পুরোহিত বলেন, করোনা সংক্রমণ বন্ধ করতে হলে নরবলি দিতে হবে- এই বিশ্বাস থেকেই স্থানীয় এক ব্যক্তির গলা কেটে হত্যা করে সে।

বলির শিকার ওই ব্যক্তির নাম সরোজ কুমার প্রধান। পুলিশকে ওই পুরোহিত আরো জানান, নরবলি নিয়ে তার এবং সরোজের মধ্যে তর্ক বাঁধলে ওই সময়েই ধারাল অস্ত্র দিয়ে খুন করে সে। শরীর থেকে মাথা আলাদা করে দেয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।

নরবলির বিষয়টি ওই পুরোহিত স্বপ্নাদেশ পেয়েছে বলেও পুলিশকে জানান। পুলিশ ওই পুরোহিতকে গ্রেপ্তার করেছে।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন