ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

লকডাউনে বেড়েছে মানসিক স্বাস্থ্যের অ্যাপস ডাউনলোড

করোনভাইরাসের কারণে প্রায় সারাবিশ্বের মানুষ এখন গৃহবন্দি। গৃহবন্দিকালে মানসিক স্বাস্থ্যের প্রতি নজর দিয়েছে সবাই। এই পরিস্থিতিতে মানুষ অনলাইনে মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটনায় এই সম্বলিত অ্যাপস বেশি ডাউনলোড করছে। অ্যাপস নিয়ে গবেষণা করে এমন এক প্রতিষ্ঠান গবেষণা করে এই তথ্য প্রকাশ করেছে।

অ্যাপস অ্যানালিটিক্স ফার্ম সেন্সর টাওয়ার তাদের এক গবেষণা শেষে জানিয়েছে, লকডাউনে মানুষ বাসায় থাকার সময় স্মার্টফোনটাকেই ফিটনেস যন্ত্র হিসেবে কাজে লাগিয়েছে।

সেন্সর টাওয়ারের গবেষণায় দেখা যায়, মানসিক স্বাস্থ্যের অ্যাপ সর্বাধিক ডাউনলোড হয়েছে এবছরের এপ্রিল মাসে। বিশেষ করে কাম, হেডস্পেস, মেডিটোপিয়া এই তিন অ্যাপ ডাউনলোড হয়েছে প্রায় ৩০ লাখেরও বেশি।

যা কিনা ২০২০ সালের জানুয়ারি থেকে মার্চ মাসের তুলনায় ছিল ২৪.২ শতাংশ বেশি।

এসব অ্যাপে ঘরে বসে কীভাবে মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটানো সম্ভব সে সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা থাকে। থাকে ঘরে বসে মানসিক চাপ কমানোর চর্চা পদ্ধতিও। তাই মানুষ এসব অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করছেন।

আনন্দবাজার/তা.তা

সংবাদটি শেয়ার করুন