ঢাকা | শুক্রবার
১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আবারো প্লাজমা দান করলেন জোয়া মোরানি

করোনা আক্রান্তদের চিকিৎসায় দ্বিতীয়বারের মত প্লাজমা দিলেন জোয়া মোরানি। এর আগে করোনা থেকে সুস্থ হয়ে উঠে ৯ মে প্রথমবার প্লাজমা দান করেছিলেন বলিউডের অন্যতম প্রযোজক করিম মোরানির মেয়ে জোয়া।

সম্প্রতি নিজের টুইটারে এ সংক্রান্ত পোস্ট দিয়েছেন জোয়া। তিনি লিখেছেন, প্লাজমা দানের দ্বিতীয় পর্ব চলছে। গতবারে আমার প্লাজমা একজন রোগীকে নিবির পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে বেরিয়ে আনতে সাহায্য করেছিলো।

তিনি আরও লিখেছেন, আমার চিকিৎসক জানিয়েছিলেন যে সমস্ত রোগীরা ইতোমধ্যে সুস্থ হয়ে ফিরেছেন, তারা চাইলেই তাদের প্লাজমা দিয়ে অন্য রোগীরা উপকৃত হবেন।

এর আগে জয়পুর থেকে মুম্বাইয়ে ফিরেই জ্বর, সর্দি, কাশিতে ভুগছিলেন জোয়া। পরে করোনা টেস্ট করা হলে তার শরীরে করোনা পজিটিভ আসে। এরপরেই করিম মোরানি আক্রান্ত হন। তাদের পাশাপাশি জোয়ার ছোট বোন সাজাও এই সংক্রমণে আক্রান্ত হয়েছিলেন। পরবর্তীতে তারা সকলেই সুস্থ হয়ে উঠেছেন।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন