ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শেয়ারবাজার চালুর সিদ্ধান্ত জানা যাবে কাল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অগ্রাধিকারে রেখে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুনর্গঠন করেছে সরকার। পুনর্গঠনের পর নতুন নেতৃত্বের অধীনে প্রথম কমিশন সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (২৮ মে)। এ সভায় শেয়ারবাজারে লেনদেন চালুর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

মহামারি করোনাভাইরাসের কারণে গত মার্চ মাস থেকে প্রায় দুই মাসের বেশি সময় ধরে সরকার ঘোষিত সাধারণ ছুটি চলছে । এ কারণে শেয়ারবাজারেও দুই মাসের বেশি লেনদেন বন্ধ রয়েছে। এমতাবস্থায় শিবলী রুবাইয়াত-উল-ইসলাম নেতৃত্বাধীন কমিশন আগামীকাল প্রথম বৈঠকে বসছেন।

এ কমিশন সভায় শেয়ারবাজারে লেনদেন চালু করার বিষয়টি থাকছে। সরকার যদি সাধারণ ছুটির মেয়াদ আর না বাড়ায় সেক্ষেত্রে স্বাভাবিক নিয়মেই ৩১ মে থেকে শেয়ারবাজারে লেনদেন আবার চালু হবে। আর যদি সরকার সাধারণ ছুটির মেয়াদ বাড়ায় সে ক্ষেত্রেও ৩১ মে থেকে শেয়ারবাজারে লেনদেন চালু হওয়ার সম্ভাবনা আছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কমিশন সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে।

আনন্দবাজার/তা.তা

সংবাদটি শেয়ার করুন