ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় হাইড্রোক্সিক্লোরকুইন ব্যবহার নিষিদ্ধ করল ফ্রান্স

মহামারী করোনাভাইরাসের চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরকুইনের ব্যবহার নিষিদ্ধ করল ফ্রান্স। আগের যে আদেশে করোনা রোগীদের ক্ষেত্রে হাইড্রোক্সিক্লোরকুইন ব্যবহারের অনুমোদন দেয়া হয়েছিল তা বাতিল করে বুধবার আরেকটি নতুন আদেশ জারি করে ফ্রান্স সরকার। ফলে এখন থেকে করোনা চিকিৎসায় এই ওষুধটি ব্যবহার করতে পারবে না ফ্রান্সের হাসপাতালগুলো।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ম্যালেরিয়ার এ ওষুধের পরীক্ষামুলক প্রয়োগ স্থগিতের দুইদিন পরই এই সিদ্ধান্ত নিলো ফ্রান্স। সম্প্রতি এ ওষুধ মানব দেহের জন্য কতটুকু নিরাপদ এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ডব্লিউএইচও।

ব্রিটিশ জার্নাল ল্যানসেট জানায়, যে সব রোগীদের ম্যালেরিয়ার এ ওষুধ দেয়া হয় তাদের মধ্যে মৃত্যুর হার বেশি এবং হৃদযন্ত্রেও সমস্যা হয়। এছাড়া আরও হাতাশাজনক পার্শ্বপ্রতিক্রিয়া পাওয়া গেছে এ ওষুধে।

সোমবার ডব্লিউএইচও জানায়, করোনা রোগীদের ক্ষেত্রে হাইড্রোক্সিক্লোরোকুইনের প্রয়োগ কতটা নিরাপদ, তার পর্যালোচনা চলছে, তার আগ পর্যন্ত বিশ্ব সংস্থার নির্বাহীরা এই ওষুধটির পরীক্ষামূলক ব্যবহার স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন