ঢাকা | মঙ্গলবার
১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

উহানে ২য় ধাপে ৯ দিনে ৬৫ লাখ করোনার নমুনা পরীক্ষা

উহানকে করোনামুক্ত ঘোষণা করার পর্ব চীনের উহান শহরে ৯ দিনে ৬৫ লাখেরও বেশি মানুষের করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে। সম্প্রতি বিশ্বে দ্বিতীয় ধাপে করোনা প্রাদুর্ভাবের আশঙ্কায় এর উৎসস্থলে ব্যাপকভাবে এ পরীক্ষার উদ্যোগ নিয়েছে বেইজিং।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে, ১৫ থেকে ২৩শে মে পর্যন্ত উহানে প্রায় ৯০ লাখেরও বেশি মানুষের নমুনা সংগ্রহ করা হয়েছে। ইতোমধ্যে ৬৫ লাখ নমুনা পরীক্ষা করা হয়েছে। এছাড়া শহরজুড়ে ফের সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে উহানের এক কোটি ১০ লাখ বাসিন্দার সবার নমুনা ১০ দিনের মধ্যে পরীক্ষার পদক্ষেপ নেয় কর্তৃপক্ষ।

দিনের পর দিন করোনা প্রাদুর্ভাব বাড়তে থাকায় প্রায় তিন মাস কঠোর লকডাউনে ছিল উহান। সংক্রমণ নিয়ন্ত্রণে চলে আসার পর গত ৮ই এপ্রিল লকডাউন তুলে নেয়া হয়। কিন্তু চলতি মাসের ৯ ও ১০ তারিখে একটি আবাসিক কমপ্লেক্সে নতুন করে ছয় ব্যক্তির করোনভাইরাস ধরা পড়লে কর্তৃপক্ষ শহরের সব বাসিন্দার নমুনা পরীক্ষার উদ্যোগ নেয়।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন