ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জরুরি অবস্থা তুলে নিলো জাপান

করোনাভাইরাস নিয়ন্ত্রণে আসায় অবশেষে জরুরি অবস্থা প্রত্যাহার করে নিল জাপান। সোমবার (২৫ মে) জরুরি অবস্থা তুলে নেয়ার এই ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে। জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে এই ঘোষণা দেন তিনি।

শিনজো আবে বলেন, জরুরি অবস্থা তুলে নেয়ার জন্য আমাদের কঠোর মানদণ্ড নির্ধারণ করা হয়েছিল। আমরা বিচার-বিশ্লেষণ করে দেখেছি এসব মানদণ্ড পূরণ হয়েছে। গত ৭ এপ্রিল প্রথমবারের মতো কিছু কিছু অঞ্চলে জরুরি অবস্থা জারির পর কোভিড-১৯ এর বিস্তার নিয়ন্ত্রণে সক্ষম হয়েছি আমরা। যদিও পরবর্তীতে দেশজুড়ে দফায় দফায় এই জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধি করা হয়।

করোনাভাইরাস নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে সরকারের সমালোচনা শুরু হলে ৭ এপ্রিল জরুরি অবস্থা জারি করেন শিনজো আবে। জাপানে সর্বমোট করোনায় আক্রান্ত হয়েছে ১৭ হাজার মানুষ। এতে আক্রান্ত হয়ে মারা গেছে ৮২৫ জন। সংক্রমণ কমে আসায় গত ১৪ মে লকডাউন শিথিল করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টোকিওসহ চার শহরে জরুরি অবস্থা বজায় রাখা হয়েছিল তখন। এখন তাও প্রত্যাহার করে নিল জাপান।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন