সম্প্রতি ব্রাজিল থেকে যুক্তরাষ্ট্র ভ্রমণ নিষিদ্ধ করলেন ট্রাম্প। করোনা এমন মহামারিতে পরিণত হওয়ায় ব্রাজিলে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে করোনায় মৃত্যুর শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র।
হোয়াইট হাউজ থেকে দেয়া এক প্রতিবেদনে জানানো হয়েছে, করোনা প্রতিরোধে সম্প্রতি ব্রাজিল ভ্রমণকারীদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ করা যাবেনা। বিশেষ করে যারা গত দুই সপ্তাহে দেশটিতে ভ্রমণে গেছেন তারা আপাতত ফিরতে পারছেন না যুক্তরাষ্ট্রে।
মৃত্যু এবং আক্রান্ত দেশের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে নতুন করে যেন বাইরে থেকে আসা কারও মাধ্যমে করোনার ভাইরাস না ছড়ায় তা নিশ্চিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মার্কিন নাগরিকরা এই বিধি-নিষেধের বাইরে থাকবে।
অপরদিকে, ভ্রমণ নিষেধাজ্ঞায় দুই দেশের বাণিজ্যে তেমন কোন প্রভাব পড়বে না বলেও জানানো হয়েছে ওই প্রতিবেদনে।
আনন্দবাজার/এইচ এস কে