আগামীকাল পবিত্র ঈদ-উল-ফিতর। তাই ঈদকে কেন্দ্র করে আরেক দফা মূল্য বেড়েছে ব্রয়লার মুরগির। ঢাকার বিভিন্ন এলাকায় পোল্ট্রি মুরগির কেজি ২০০ টাকা বেড়েছে। ইতোমধ্যে রোজার ভেতর পোল্ট্রি মুরগির মূল্য বাড়ল ৮২ শতাংশ পর্যন্ত।
রমজানের আগে পোল্ট্রি মুরগির কেজি ১১০ টাকায় নেমেছিল। ব্যবসায়ীরা জানান, ঈদের কারণে একদিকে পোল্ট্রি মুরগির চাহিদা বেড়েছে, অপরদিকে সরবরাহ কমেছে। করোনার এমন পরিস্থিতে অনেক খামার মালিক নতুন করে উৎপাদনে না যাওয়ায় খামারে মুরগির পরিমাণ কমে গেছে। এমনকি অনেক খামার একেবারে বন্ধও হয়ে গেছে। তাই পোল্ট্রি মুরগির মূল্য বেড়ে গেছে।
আজ রবিবার ঢাকার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, পোল্ট্রি মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা কেজি। যা গতকাল ছিল ১৭০ থেকে ১৮০ টাকা। অর্থাৎ একদিনে পোল্ট্রি মুরগির মূল্য কেজিতে ২০ টাকা পর্যন্ত বেড়েছে।
আনন্দবাজার/এইচ এস কে