ঢাকা | রবিবার
২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

স্পেন বিদেশী পর্যটকদের জন্য উন্মুক্ত করা হচ্ছে

প্রানঘাতী করোনা ভাইরাসের জন্য দীর্ঘদিন লকডাউনে ছিল স্পেন। তবে এখন আস্তে আস্তে সব কিছু খুলে দিচ্ছে দেশটি। এর সাথে দেশটি বিদেশী পর্যটকদের জন্য ভ্রমণ উন্মুক্ত করা হবে জলদিই। দেশটির শীর্ষ ফুটবল লীগও চালু করা হবে কিছুদিনের মধ্যেই।

করোনা ভাইরাসের জন্য স্পেন মার্চের মাঝামাঝিতে কঠোর লকডাউনে চলে যায়। পরিস্থিতির উন্নতি হওয়ায় দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ঘোষণা দেন, আগামী ১ জুলাই থেকে স্পেনে বিদেশী পর্যটকরা ভ্রমণ করতে পারবেন। ৮ জুন থেকে শুরু হতে পারে স্পেনের শীর্ষ ফুটবল লীগ লা-লিগা।

পরিস্থিতির উন্নতি হওয়ায় ইউরোপের দেশগুলো যখন লকডাউন থেকে বের হওয়ার পরিকল্পনা করছে, তখন করোনা ভাইরাসের নতুন ভরকেন্দ্র হয়ে উঠেছে লাতিন আমেরিকা। করোনা সংক্রমণে দেশটি এরইমধ্যে রাশিয়াকে টপকে দ্বিতীয় স্থানে চলে এসেছে ব্রাজিল।

আনন্দাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন