ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

স্পেনে লকডাউন তোলার দাবিতে সরকার বিরোধী বিক্ষোভ

করোনা প্রতিরোধ করতে লকডাউন করা হয়েছিল স্পেন। কিন্তু স্পেনে রাস্তায় গাড়ি রেখে লকডাউন বিরোধী বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। দেশটির বিপক্ষীয় দল ভক্স পার্টির নেতৃত্বে রাজধানী মাদ্রিদে অনুষ্ঠিত হয় বিক্ষোভ।

করোনার সংক্রমণ প্রতিরোধ করতে ব্যর্থ হওয়ার অভিযোগ এনে প্রেসিডেন্ট পেদ্রো সানচেজের পদত্যাগ দাবি করেছে ওই বিক্ষোভকারীরা।

বিক্ষোভের সময় গাড়িতে থেকেই দলীয় পতাকা প্রদর্শন এবং হর্ন বাজিয়ে চলে ব্যতিক্রমী প্রতিবাদ করে তারা। করোনার কারণে দীর্ঘদিন লকডাউন চলায় স্পেনে বেকারত্ব বেড়েছে। সেই সাথে দেশের অর্থনীতিতে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়ে পড়ছে বলে এমন দাবি করে স্পেনে লকডাউন তুলে নেয়ার জন্য বিক্ষোভ করছেন তারা।

সম্প্রতি স্পেনে লকডাউন কিছুটা হালকা হলেও করোনা সংক্রমণের হার বেশি হওয়ায় মাদ্রিদ এবং বার্সেলোনায় এখনোও বেশ কঠোর বিধি আরোপ চলছে।  আগামী সোমবার থেকে এই দুই শহরে লকডাউন অনেকটাই হালকা করা হবে। ফলে ঘরের বাইরে খেতে যেতে পারবেন শহর দুটির মানুষ। তবে ১০ জনের বেশি জমায়েত হওয়া যাবেনা।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন