আগামী সোমবার সারা দেশে উদযাপিত হবে পবিত্র এইদ-উল-ফিতর। এই উপলক্ষে বেসরকারি টিভি চ্যানেল গুলোতে থাকছে নানা আয়োজন। প্রতি বছরের মত এবারও জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান অভিনীত ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘ইস্কান্দর খান একজন সুপারস্টার’ থাকছে ঈদ আয়োজনে।
ঈদের দিন রাত ১১ টা ১০ মিনিট থেকে ৭ দিনব্যাপী নাটকটি প্রচার করা হবে বেসরকারি চ্যানেল আরটিভিতে। জাহিদ হাসান ছাড়াও এতে আরও অভিনয় করেছেন আরফান আহমেদ, শফিক খান দিলু ,সাজু খাদেম, নীলাঞ্জনা নীলা, মনিরা মিঠুসহ অনেকে।
নাটকের গল্পে দেখা যাবে, ইস্কান্দর খান সুপারস্টার নায়ক। তার ছবি মানেই ব্যবসা সফল। ইস্কান্দর খানকে নিয়ে ছবি বানিয়ে অনেক প্রডিউসার ইন্ড্রাস্টিতে টাকার মালিক হয়েছে। এমনকি অনেক ডিরেক্টর নাম কামিয়েছে। সুপারস্টার বলেই ইস্কান্দর খানের শিডিউল পাওয়া অনেকটা অমাবস্যার চাঁদের মতো।
এই ব্যাপারে জাহিদ হাসান জানাণ, এখানে আমি একরোখা স্বভাবের সুপারস্টার চরিত্রে অভিনয় করেছি। প্রোডাকশনের মানুষদের সাথে বাজে ব্যবহার করা, নিজের মতো করে চিত্রনাট্য পরিবর্তন করে দেয়া, নায়িকার সাথে অযথা ঘনিষ্ঠ হওয়া- সবমিলিয়ে চরিত্রটি বেশ মজার। নাটকের শেষদিকে দর্শকেরা অন্য একটি গল্প খুঁজে পাবেন। নাটকটির মূল আনন্দ এখানেই।
আনন্দবাজার/এইচ এস কে