ঢাকা | বুধবার
২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

আক্রান্তের সংখ্যায় দ্বিতীয়তে উঠে এলো ব্রাজিল

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় দ্বিতীয়তে উঠে এসেছে ফুটবলের দেশ ব্রাজিল। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৪০৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ লাখ ৩০ হাজার ৮৯০ জনে।

মোট আক্রান্তের সংখ্যায় রাশিয়াকে পেছনে ফেলে বিশ্বের দেশগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্রাজিল। এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেই লকডাউন তুলে নিতে চাইছে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো।

এদিকে ব্রাজিল করোনা মহামারির এপিসেন্টারে পরিণত হতে যাচ্ছে বলে বিশেষজ্ঞরা শঙ্কা প্রকাশ করেছেন।

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় বিশের মধ্যে প্রথম অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৪৫ হাজার ৯৪ জন। মারা গেছেন ৯৭ হাজার ৬৪৭ জন।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন