ঢাকা | মঙ্গলবার
১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

জার্মানিতে গির্জা খুলে দেয়া হলো নামাজের জন্য

প্রানঘাতী করোনা ভাইরাস রোধে সামাজিক দূরত্ব মেনে চলার নতুন নিয়ম মেনে মসজিদে নামাজ আদায় করতে হচ্ছে সবাইকে। কিন্ত সামাজিক দূরত্ব বজায় রাখতে জায়গা বেশি দরকার পড়ায় সবেইকে মসজিদে নামাজ আদায় করার জায়গা দেওয়া সম্ভব না হওয়ায়, মুসলমানদের নামাজ পড়ার জন্য জার্মানির বার্লিনে একটি গির্জা খুলে দেয়া হয়েছে।

গত ৪ মে থেকে জার্মানিতে সব ধর্মীয় উপাসনালয় পুনরায় খুলে দেয়ার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে যে, প্রার্থণার সময় একে অপরের থেকে পাঁচ ফুট দূরত্ব বজায় রাখতে হবে।

এই নির্দেশনা মেনে বার্লিনের নিউক্লান জেলার দার আসসালাম মসজিদে কেবলমাত্র জামাতের এক অংশ ধরানো সম্ভব ছিল। এমন সময় ক্রুজবার্গের মার্থা লুথেরান গির্জা রমজানের শেষ জুমার নামাজের আয়োজন করে সাহায্য করার প্রস্তাব দেয়।

দার আসসালাম মসজিদের ইমাম রয়টার্সকে জানান, একটি দুর্দান্ত বিষয় এটি। রমজানে এটি সবার মাঝে আনন্দ নিয়ে এসেছে, এমন এ সঙ্কটের মধ্যেও। সঙ্কট মানুষকে একত্রিত করে। এই মহামারি আমাদেরকে একটি সামাজিক বন্ধনে আবদ্ধ করেছে।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন