ঢাকা | মঙ্গলবার
১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

আবারো লাপাত্তা কিম জং উন

আবারো নিখোঁজ হলেন উত্তর কোরিয়ার রহস্যময় স্বৈরশাসক কিম জং উন। গত তিন সপ্তাহ যাবত আবারো জনসম্মুখে আসা বন্ধ করে দিয়েছেন এই নেতা। এমনকি দেশটির সংবাদমাধ্যমেও তাকে নিয়ে কোনো সংবাদ প্রচারিত হচ্ছে না।

এবিষয়ে দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানান, তাদের ধারনা করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে উদ্বেগের কারণেই কিম জনসমাবেশ এড়িয়ে চলতে চেষ্টা করছেন। করোনা প্রাদুর্ভাবের কারণে বেশকিছু সরকারি অনুষ্ঠান বাতিল করেছে পিয়ংইয়ং।

দক্ষিণ কোরিয়ার পুনঃএকত্রীকরণ মন্ত্রীর কাছে শুক্রবার কিমের অনুপস্থিতির বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। কিমের জনসম্মুখে কম আসা নতুন কিছু নয়।

গত ১২ এপ্রিল থেকে পহেলা মে পর্যন্ত কিমকে জনসম্মুখে দেখা যায়নি। ওই সময়ে কয়েকটি সংবাদমাধ্যম দাবি করে, হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন কিম। অস্ত্রোপচারের পর থেকে তার অবস্থা আশংকাজনক। আবার কেউ কেউ দাবি করেছিলেন, মারা গেছেন এই নেতা। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে ২ মে জনসম্মুখে উপস্থিত হন কিম জং। আল-জাজিরা সূত্রে জানা গেছে।

আনন্দবাজার/তা.তা

সংবাদটি শেয়ার করুন