সৌদি আরবে আগামী রবিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। তবে আজ শুক্রবার এখনও দেশটির আকাশে কোথাও ঈদের চাঁদ দেখা যায়নি।
তবে সম্প্রতি জানা গেছে, করোনার সংক্রমনের কারণে ৩০ রোজা পূর্ণ করে ২৪ ঘন্টা কারফিউর মাঝেই নিজ নিজ বাসায় বসে ঈদের নামাজ আদায় করতে হবে দেশটির জনগণের। করোনার সংক্রমণ প্রতিরোধ করতেই এই কঠোর পদক্ষেপ নিয়েছে দেশটির কতৃপক্ষ।
সৌদির ইসলামিক মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ আব্দুল লতিফ আস শায়খ দেশটির সকল মসজিদ ও ঈদগাহে ঈদের জমায়েত না করার আদেশ সদিয়েছেন। তিনি জানান, এই ঈদের জন্য এটা সাময়িক একটা নিষেধাজ্ঞা।
সৌদি গ্র্যান্ড মুফতি শায়খ আব্দুল আজিজ ও সিনিয়র ইসলামিক সংশ্লিষ্টরা বাসায় ঈদের নামাজ পড়ার পক্ষে যুক্তি উপস্থাপন করেন। তারা জানান, বাসায় ঈদের নামাজ পড়তে কোন বাঁধা নেই।
আনন্দবাজার/এইচ এস কে