ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আম্পানে কলকাতা বিমানবন্দর যেন একটি নদীর ধারা!

সম্প্রতি ঘূর্ণিঝড় আম্পানের কারণে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে কলকাতা শহর। প্রায় টানা ৬ ঘণ্টা ধরে উপকূল সহ শহরের উপর দিয়ে তাণ্ডব চালিয়েছে এই সুপার সাইক্লোন। শহরের অনেক স্থাপনার পাশাপাশি ব্যাপক ক্ষতিসাধন হয়েছে কলকাতা বিমানবন্দরও।

প্রবল ঝড়ের সাথে ভারি বৃষ্টিতে কলকাতার নেতাজী সুভাস চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরের বেশিরভাগ অংশই পানিতে তলিয়ে গেছে।

জানা গেছে, বিমানবন্দরের অন্তত একটি টারমাক, কয়েকটি রানওয়ে এবং হ্যাঙ্গার পানিতে একেবারেই তলিয়ে গেছে। এমনকি বিমানবন্দরের একটি স্থানে কয়েকটি হ্যাঙ্গারের ছাদ ধসে পড়েছে। সেই সাথে একটি উড়োজাহাজকে হাঁটু সমান পানিতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

বিমানবন্দরের কর্মকর্তাদের মতে, দুটি হ্যাঙ্গার  এত পরিমান ক্ষতিগ্রস্ত হয়েছে যে মেরামতের অযোগ্য হয়ে পড়েছে।আজ বৃহস্পতিবার সকাল থেকে বিকেলে ৫টা পর্যন্ত বিমানবন্দরের সব কার্যক্রম বন্ধ রাখা হয়। এবং আম্পানে পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত ১৭ জন মৃত্যুর খবর পাওয়া গেছে।

অপরদিকে বুধবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপার সাইক্লোন আম্পানকে ‘করোনাভাইরাসের চেয়ে বড় বিপর্যয়’বলে আখ্যায়িত করেছেন। তিনি জানান, ঝড়টি বিদ্যুৎ সংযোগকে ক্ষতিগ্রস্ত করেছে ও অনেক বাড়িঘর, সেতু ও বাঁধ ধ্বংস করেছে … আম্পান কোভিড-১৯-এর চেয়ে বড় একটি বিপর্যয়।

সেই সাথে তিনি আরও বলেন, রাজ্যের পুরো দক্ষিণাঞ্চল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা অনেক হতবাক। ক্ষয়ক্ষতিটি নির্ধারণ করতেও তিন থেকে চার দিন সময় লেগে যাবে।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন