ঈদের মধ্যেও খোলা থাকবে শুল্ক অফিসগুলো। সম্প্রতি এই নির্দেশ দিয়েছেন দেশের জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ঈদ-উল-ফিতরের ছুটিতে দেশের আমদানি রফতানি কার্যক্রম স্বাভাবিক রাখতেই এই আদেশ দেওয়া হয়েছে।
এক তথ্য সুত্রে জানা গেছে, রফতানি কার্যক্রম স্বাভাবিক রাখতে শুল্ক অফিসগুলো খোলা রাখার জন্য সম্প্রতি তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এনবিআরকে অনুরোধ জানিয়ে একটি চিঠি পাঠায়। তারই পরিপ্রেক্ষিতে শুল্ক বিভাগ এই আদেশ জারি করেছে।
এনবিআরের শুল্ক নীতি বিভাগের দ্বিতীয় সচিব মেহেরাজুল আলম সম্রাট স্বাক্ষরিত ওই নির্দেশনায় জানানো হয়, রফতানি এবং রফতানি সংশ্লিষ্ট আমদানি পণ্য ছাড়ার লক্ষ্যে কিছু সময়ের জন্য হলেও ঈদের ছুটিতে শুল্ক অফিসগুলোর কার্যক্রম চলমান থাকবে।
আনন্দবাজার/এইচ এস কে