ঢাকা | মঙ্গলবার
১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

বিনিয়োগ আকর্ষণে যা করণীয় সেসব ঠিক করা জরুরি

করোনা ভাইরাসের কারণে চীন থেকে বিভিন্ন দেশের স্থানান্তর করা কারখানা যেন বাংলাদেশে আনা যায় এবং বিনিয়োগ আকর্ষণ করা যায় এ বিষয়ে এখনই করণীয় ঠিক করা জরুরি বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

গত বুধবার (২০ মে) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বাণিজ্য সহায়ক পরামর্শক কমিটির এক সভায় এ কথা জানান তিনি।

চীন ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধে বাংলাদেশ যেন ইতিবাচক ফল পায় সে বিষয়ে কাজ শুরু করা দরকার বলেও মন্তব্য করেছেন তিনি।

এদিকে, ব্যবসা সূচকে পিছিয়ে থাকা এবং ঘন ঘন আইন ও নীতি পরিবর্তনের কারণে বিদেশি বিনিয়োগ নিরুৎসাহিত হচ্ছে বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী এ.কে. আব্দুল মোমেন।

প্রযুক্তির মাধ্যমে বৈঠকে অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি। তামাক পণ্যের উৎপাদন, বিপণন ও সরবরাহ সাময়িক সময়ের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনেই করা হয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী। এ সভায় অংশ গ্রহন করেন বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

আনন্দবাজার/তা.তা

সংবাদটি শেয়ার করুন