বাজারে এলো ওয়ালটন এর নতুন স্মার্টফোন। ‘প্রিমো এইচ-৯’ মডেলের সেটটিতে রয়েছে বড় পর্দা। ভয়েস ওভার লংটার্ম ইভোলিউশন (ভোল্টি) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই নতুন ফোনটিতে। যার জন্য ফোনটি দিয়ে ফোরজি নেটওয়ার্কে এইচডি ভয়েস কল ও ডেটা উপভোগ করা যাবে। এছাড়াও রয়েছে দ্রুততর কল সংযোগের সুবিধা। ওয়ালটন এর এ নতুন ফোনটি বাজারে পাওয়া যাচ্ছে ৮ হাজার ৬৯৯ টাকায়।
৬.১ ইঞ্চির এইচডি প্লাস ১৯:৯ রেশিওর ইউ-নচ আইপিএস ডিসপ্লে দেওয়া হয়েছে এই ফোনটিতে। সাথে ২.৫ডি কার্ভড গ্লাসও রয়েছে। অ্যান্ড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেমে পরিচালিত ফোনটিতে থাকছে ১.৬ গিগাহার্টজ গতির অক্টাকোর এআরএম কোর্টেক্স-এ৫৫ প্রসেসর।
উন্নতমানের গেমিং ও স্পষ্ট ভিডিওর অভিজ্ঞতা দিতে ব্যবহৃত হয়েছে পাওয়ারভিআর জিই৮৩২২ গ্রাফিক্স। আছে ৩ জিবির দ্রুতগতির ডিডিআর৪ র্যাম। আছে ৩২ গিগা ইন্টারনাল মেমোরি। যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে আরও ১২৮ গিগা পর্যন্ত বাড়ানো যাবে।
এই স্মার্টফোনের পেছনে আছে এলইডি ফ্ল্যাশযুক্ত ১৩ ও ২ মেগাপিক্সেলের অটোফোকাস ডুয়াল ক্যামেরা। এফ ২.০ অ্যাপারচার সমৃদ্ধ এই ক্যামেরায় ব্যবহৃত হয়েছে এআই ও পিডিএএফ প্রযুক্তি ইত্যাদি।
আনন্দবাজার/এস.কে