সালমান খান নিজের পানভেল খামারবাড়িতে বেড়াতে গিয়েছিলেন ভারতে লকডাউন ঘোষণা দেওয়ার আগেই। এখনও সেখানেই আছেন বলিউডের এই সুপারস্টার।
তবে সালমান খানের মনটা ছটফট করছিল তার মা-বাবাকে দেখার জন্য। তাই দীর্ঘ ৬০ দিন লকডাউনে থাকার পর আর না পেরে ১৯ মে মুম্বাইয়ে তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সালমান।
সালমান খান সামাজিক দূরত্ব বজায় রেখেই বাবা-মায়ের সঙ্গে দেখা করেছেন। ৫৪ বছর বয়সী এই তারকা দেখা করার জন্য সরকারের অনুমতিও নিয়েছিলেন। বাবা-মায়ের সাথে দেখা করার পর আবার পানভেল খামারবাড়িতে ফিরে যান সাল্লু।
সালমান খান পানভেল খামারবাড়িতে একা থাকছেন না। তার সাথে রয়েছে, তার বোন অর্পিতা খান শর্মা-আয়ুশ শর্মা দম্পতি, অভিনেত্রী ওয়ালুসা ডি’সুজা, জ্যাকলিন ফার্নান্দেজ এবং সালমানের কথিত প্রেমিকা লুলিয়া ভানটুর।
আনন্দবাজার/এস.কে