ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সাতক্ষীরা শহর অতিক্রম করছে ঘূর্ণিঝড় আম্পান

সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১৪৮ কিলোমিটার। সাতক্ষীরায় রাত সাড়ে ৯টায় এমন গতিবেগ থাকলেও পড়ে এর গতিবেগ কমে এখন ১০০ কিলোমিটারের কাছাকাছি নেমেছে। তবে আবহাওয়া অধিদফতর থেকে বলা হয়েছিল তখন ঝড়ের তীব্রতা সাতক্ষীরায় ১২০ কিলোমিটারের মতো হতে পারে।

আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, বর্তমানে সুপার সাইক্লোন আম্পানের কেন্দ্র সাতক্ষীরার খুব কাছ দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ অতিক্রম করছে। সাতক্ষীরায় রাত ৯টা থেকে ঘণ্টায় ১৪৮ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস ছিল। আম্পান এখানে এক থেকে দেড় ঘণ্টা অবস্থান করবে।  আম্পানের প্রভাবে সাতক্ষীরায় দমকা হাওয়া ও ঝড়ো বৃষ্টি হচ্ছে। এই কারণে শহর দিনের বেলা থেকেই বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।

এর আগে সন্ধ্যায় তিনি জানিয়েছিলেন, বিকাল ৪টা থেকে ঘূর্ণিঝড় আম্পানের বেশিরভাগ ভাগ সাতক্ষীরা-সুন্দরবন অঞ্চলে প্রবেশ করেছে। অপরদিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের নাপিতখালী এবং জেলেখালী এলাকায় ভেরিবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা একেবারেই প্লাবিত হয়েছে।

আনন্দবাজার/এইচ এস কে

 

 

সংবাদটি শেয়ার করুন