ঢাকা | শুক্রবার
২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দাম কমেছে আইফোনের

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাসের কারণে থমকে আছে বিশ্ব। থেমে আছে বিশ্বের সব ধরণের ব্যবসা-বাণিজ্য। এই পরিস্থিতিতে আইফোন এসই (২০২০) মডেলটির দাম কমানোর চিন্তা করছেন অ্যাপল। অ্যাপল স্টোরে বর্তমানে ফোনটির দাম ৩৯৯ মার্কিন ডলার।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যাপল ইনসাইডারের একটি প্রতিবেদনে বলা হয়, অ্যাপল প্রকৃতপক্ষে বিক্রি বাড়াতে এবং আরও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের অ্যাপল ইকোসিস্টেমের প্রতি আকৃষ্ট করতে শিগগিরই নতুন আইফোন এসইয়ের দাম কমানোর দিকে নজর দিতে পারে।

গুগল পিক্সেল ৪এ’র সঙ্গে প্রতিযোগিতা করতে অ্যাপল এসই মডেলের দাম কমতে পারে। গুগল পিক্সেল ৪’এ মডেলটির দাম হতে পারে ৩৪৯ মার্কিন ডলারের মতো।

প্রতিবেদনে আরও বলা হয়, আইফোন এসই-এর বেস মডেলটির ক্ষেত্রে উপাদান ব্যয় বাদে ৫৪ শতাংশ অ্যাপলের পকেটে ঢোকে, যা সব নতুন আইফোনের মধ্যে শীর্ষে রয়েছে বলে জানা গেছে। তাই অ্যাপল কিছু ছাড় দিয়ে আরও বেশি ব্যবহারকারী অর্জন করতে এবং তাদের অ্যাপল পরিষেবাগুলিতে আকৃষ্ট করতে পারে। যা থেকে আরও বেশি আয় হবে প্রতিষ্ঠানটির।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন