বর্তমানে করোনার চলমান অবস্থায় সবাই এখন বেস্ত করোনার প্রতিষেধক তৈরি করতে। সম্প্রতি জানা গেছে, করোনা ভাইরাসের ভ্যাকসিনের পরীক্ষামূলক গবেষণায় প্রথম ধাপে সফলতা এসেছে বলে জানিয়েছে মার্কিন বায়োটেক সংস্থা মডার্না। এই ভ্যাকসিন মানুষের শরীরে করোনার প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সক্ষম হয়েছে বলে তারা দাবি করেছেন।
প্রাকৃতিকভাবে এই ভাইরাস যে সংক্রমণ তৈরি করে তার বিপক্ষে লড়াই করবে এই ভ্যাকসিন। এটি সম্পূর্ণভাবে নিরাপদ এবং খুবই সহনশীল। প্রথম ধাপের পরীক্ষায় সেই প্রমাণ পেয়েছে বলে জানিয়েছেন মডার্নার চিফ মেডিক্যাল অফিসার ট্যাল জাকস।
ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের পক্ষ থেকে এই ভ্যাকসিনটির পরীক্ষা করা হয় ৷ এই পরীক্ষার জন্য মার্কিন সরকারের খরচ হয়েছে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা। তবে এটা একেবারে প্রাথমিক ধাপের পরীক্ষা বলেও জানান মডার্না। তবে প্রথম ধাপের পরিক্ষা চালানো হয়েছে ৪৫ জনের ওপর।
এরপর দ্বিতীয় ধাপের পরীক্ষায় আরও বেশি মানুষের শরীর ব্যবহার করা হবে ৷ কিন্তু তৃতীয় ধাপটি সব থেকে গুরুত্বপূর্ণ ৷ কারণ সেই পরীক্ষায় সফলতা পেলেই মিলবে সম্পূর্ণ সাফল্য ৷ যার দিকে বর্তমানে তাকিয়ে আছে গোটা বিশ্ব।
আনন্দবাজার/এইচ এস কে