ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা সংক্রমণ প্রতিরোধে সক্ষম সার্স অ্যান্টিবডি

করোনায় অসহায় অবস্থায় আছে বিশ্ব। চলমান এই অবস্থায় কার্যকর অ্যান্টিবডি তৈরি করতে মরিয়া হয়ে উঠেছেন গবেষকরা। কিন্তু গেল সোমবার (১৮ মে) একদল গবেষক  জানিয়েছেন, তারা করোনা ভাইরাসের চিকিৎসায় একটি ‘নতুন অর্জন’ এর সম্ভাবনা পেয়েছেন ।

ওই গবেষকরা দাবি করছেন, সার্স ভাইরাস থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তির শরীরে তৈরি হওয়া অ্যান্টিবডি নতুন করোনা ভাইরাস প্রতিরোধ করতে সক্ষম। ল্যাবরেটরিতে করা পরীক্ষায় এমন সফলতা পাওয়া গেছে বলে দাবি করেছেন তারা।

যুক্তরাষ্ট্র এবং সুইজারল্যান্ডের বিজ্ঞানীরা যৌথভাবে এটি গবেষণাটি করেছেন। গবেষকরা ২৫টি আলাদা ধরনের অ্যান্টিবডি নিয়ে পরীক্ষা করেছেন। কোন অ্যান্টিবডি মানুষের কোষকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে প্রতিরোধ করবে তা জানাই ছিল মূল উদ্দেশ্য। অ্যান্টিবডির কাজ হলো ভাইরাসে থাকা প্রোটিন স্পাইককে আক্রমণ করে ধ্বংস করে দেওয়া।

সার্স এবং কোভিড-১৯, এই দু’টি ভাইরাসই একই পরিবারের অন্তর্ভুক্ত। এ দু’টি ভাইরাসই কোনো না কোন প্রাণি থেকে মানুষের অভ্যন্তরে প্রবেশ করেছে ও এদের গঠনগত মিলও আছে ।

গবেষকরা আরও জানিয়েছেন, ২৫ ধরনের অ্যান্টিবডির মধ্যে ৮টি নতুন করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করতে সক্ষম। সেগুলোর মধ্যে এস৩০৯ এর সাথে অন্য অ্যান্টিবডি মিলে করোনা ভাইরাসের প্রোটিন স্পাইকের বিভিন্ন অংশে আক্রমণ করে প্রতিরোধ করবে এই ভাইরাস।

আনন্দবাজার/এইচ এস কে

 

সংবাদটি শেয়ার করুন