ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ভেঙে যাচ্ছে নওয়াজউদ্দিন সিদ্দিকির সংসার

ভেঙে যাচ্ছে বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির সংসার ।  গত ৭ মে স্ত্রী আলিয়া সিদ্দিকি বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠিয়েছেন নওয়াজকে। তবে নওয়াজ-আলিয়ার ১১ বছরের সংসার ভাঙার বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি।

আলিয়া সিদ্দিকি জানান, সময় এলে তিনি সবকিছু জানাবেন। বিচ্ছেদের পিছনে কী কারণ রয়েছে, তা এখনই খোলসা করার সময় হয়নি। উপযুক্ত সময় এলে সবটা জানাবেন বলে সংবাদমাধ্যমে জানান আলিয়া সিদ্দিকি।

আলিয়া সিদ্দিকি আরও জানান, ২০১০ সাল থেকে নওয়াজের সঙ্গে তার সমস্যা শুরু হয়। কিন্তু এতদিন পর্যন্ত সবকিছু নিজের মতো করে সামলে নিচ্ছিলেন। এখন সেই সমস্যাগুলো মাত্রাছাড়া হয়ে গেছে, তাই আর সামলানো সম্ভব নয় বলেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে উত্তরাখন্ডের শিবা নামে এক মহিলার সঙ্গে প্রথম বিয়ে হয় নওয়াজের। বিয়ের ৬ মাসের মধ্যে শিবার সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর অঞ্জলির সঙ্গে গাঁটছড়া বাঁধেন নওয়াজ। বিয়ের পর অঞ্জলি থেকে পালটে নাম রাখেন আলিয়া সিদ্দিকি।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন