ঢাকা | বৃহস্পতিবার
২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ট্রাম্পের ৩০ দিনের আল্টিমেটাম

আবারো বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৩০ দিনের মধ্যে ‘উল্লেখযোগ্য সংস্কার’ না করতে পারলে সংস্থাটিতে স্থায়ীভাবে অর্থায়ন বন্ধ করে দেয়ার হুমকি দেন তিনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক টেড্রোস আধানম ঘ্যাব্রিয়াসুসকে চার পৃষ্ঠার পাঠানো চিঠিতে কড়া সমালোচনা করে এমন হুমকি দেন ট্রাম্প।

ট্রাম্প চিঠিতে লিখেছেন, চীনের প্রেসিডেন্ট শি জিন পিং টেড্রোস আধানম ঘ্যাব্রিয়াসুসকে করোনা প্রাদুর্ভাবকে শিগগরই জরুরি অবস্থা ঘোষণা না দিতে চাপ দিয়েছেন। হু চীনের সেই কথা শুনেছে তবে পরবর্তীতে তারা গতিপথ পরিবর্তন করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা প্রাদুর্ভাবের শুরু থেকে চীনের স্বচ্ছতা নিয়ে প্রশংসা করে আসছে।

এদিকে টেড্রোস আধানম ঘ্যাব্রিয়াসুসকে চিঠি পাঠানোর পাশাপাশি ট্রাম্প তার টুইটারে চিঠির ছবি তুলে পোস্ট করেছেন। টুইটে ট্রাম্প লিখেছেন, উহান থেকে গত বছর যে ভাইরাস ছড়িয়েছে সেটি নিয়ে বিশ্বাসযোগ্য প্রতিবেদন ধারাবাহিকভাবে উপেক্ষা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এছাড়া ওই টুইট বার্তায় বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চীনের হাতের পুতুল বলেও আখ্যায়িত করেছেন ডোনাল্ড ট্রাম্প।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন