ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

করোনা মুক্ত কম্বোডিয়া, সর্বশেষ রোগীও সুস্থ

বর্তমানে যেখানে সব দেশ করোনা সংক্রমন মোকাবেলায় ব্যস্ত সেখানে শেষ করোনা আক্রান্ত রোগীও সুস্থ হওয়ায় নিজেদের করোনামুক্ত ঘোষণা করেছে দেশ কম্বোডিয়া।

গত শুক্রবার (১৫ই মে) দেশটির শেষ করোনা সংক্রমনে আক্রান্ত রোগী রাজধানী নমপেনের একটি হাসপাতালে চিকিৎসা নেয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এটি দেশটির সংবাদ মাধ্যমে তা সরাসরি সম্প্রচার করা হয়।

এই ব্যাপারে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানান, প্রতিরোধ এড়াতে সতর্কতা হিসেবে কড়াকড়ি এখনই বন্ধ করা হচ্ছে না। সেই সাথে স্কুল-কলেজ আর কিছুদিন বন্ধ থাকবে। আক্রান্তদের বেশিরভাগই বিদেশফেরত হওয়ায় সীমান্ত এবং বন্দরগুলোতে আগের মতই পরীক্ষা চলবে।

এছাড়া করোনা উপসর্গ আছে এমন ব্যক্তিদের বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছেন। কম্বোডিয়ায় ১২২ জন করোনা  আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তবে এ ভাইরাসে কোনো মৃত্যুর কোন ঘটনা নেই দেশটিতে।

আনন্দবাজার/এইচ আস কে

সংবাদটি শেয়ার করুন