সম্প্রতি টাঙ্গাইলের মধুপুর গড় এলাকায় এক নতুন শিল্পের উদ্ভাবন হয়েছে। কলাগাছের খোসা এবং আনারসের পাতা থেকে তৈরি করা হচ্ছে সোনালী আঁশ(জুট)। এই সোনালী আঁশ বা জুট নীলফামারী এবং ঢাকায় শিল্প কারখানায় প্রক্রিয়াজাত করে তৈরি করা হচ্ছে কার্পেট, পা- পোস, রশি, ফুলদানিসহ নানা ধরনের শৌখিন এবং মূল্যবান সব জিনিসপত্র।
এই সোনালী আঁশের তৈরি শৌখিন সব জিনিসপত্র এখন দেশ ছাড়িয়ে বিদেশেও রপ্তানি করা হচ্ছে। জানা গেছে, এ শিল্পের সম্প্রসারণ ঘটাতে পারলে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।
ওই এলাকার এখন অনেকেরই সোনালী আঁশের তৈরি জিনিসপত্র বিক্রি করে উপার্জন ক্ষমতা এবং সচ্ছলতা বৃদ্ধি পেয়েছে।
আনন্দবাজার/এইচ এস কে