ঢাকা | বৃহস্পতিবার
১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,
২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

অধ্যাপক মুনতাসীর মামুন করোনা যুদ্ধে জয়ী হলেন

প্রানঘাতী করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইতিহাসবিদ মুনতাসীর মামুন। ১৬ দিন করােনার সঙ্গে লড়াই করে আজ অধ্যাপক মুনতাসীর মামুন করােনামুক্ত হন। তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি ছিলেন।

সোমবার বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর সাধারণ সম্পাদক ড. চৌধুরী শহীদ কাদের জানিয়েছেন, যে সে এখন করোনামুক্ত।

সোমবার এক বার্তায় তিনি জানান, অধ্যাপক মুনতাসীর মামুন করােনা আক্রান্ত হয়ে ৩ মে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অধ্যাপক মামুনকে ৭ মে সম্মিলিত সামরিক হাসপাতালের এইচডিইউতে নিয়ে যাওয়া হয়। অবস্থার উন্নতি হতে থাকয়ি তাকে আবার কেবিনে স্থানান্তর করা হয়। অধ্যাপক মুনতাসীর মামুনের আরাে দু’টি করোনা টেস্ট করা হয় শারীরিক অবস্থার উন্নতি হওয়ার পর। নেগেটিভ আসে দু’টি টেস্টের ফলাফল। ১৬ দিন করােনার সাথে যুদ্ধ শেষে হাসপাতালের ছাড়পত্র পেয়ে এখন বাসায় ফিরেছেন অধ্যাপক মামুন।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন