করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আসার পর থেকে চালু হয়েছে নিউজিল্যান্ডের রেস্তোরাঁ। তবে সামাজিক দূরত্বের নির্দেশনার কারণে সীমিত সংখ্যক লোক ঢুকতে পারছে এসব রেস্তোরাঁগুলোতে । ফলে বসার জায়গা না থাকায় রাজধানী ওয়েলিংটনের একটি রেস্তোরাঁ থেকে ফিরিয়ে দিল প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্নকে।
জানা যায়, করোনার প্রাদুর্ভাবের জেরে নিউজিল্যান্ডে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। শনিবার সকালে বাগদত্ত ক্লার্ক গেফোর্ডকে নিয়ে ওই রেস্তোরাঁয় গিয়েছিলেন আর্ডার্ন। কিন্তু সেখানে সবার জন্য বিধিনিষেধ সমান থাকার কারণে বসার জায়গা না থাকায় অলিভ নামের রেস্তোরাঁর দরজা থেকেই তাকে ফিরিয়ে দেন এক কর্মী।
টুইট বার্তায় জেসিন্ডার সঙ্গী ক্লার্ক গেফোর্ড পাল্টা মন্তব্যে করেছেন, এসবের জন্য আমাকেই দায় নিতে হচ্ছে। আমি ঠিকভাবে সবকিছু আয়োজন করতে পারিনি এবং অন্য কোথাও বুক করিনি।
সেখানে খাবার খেতে যাওয়া জোয়ি নামের একজন টুইটারে লিখেছেন, জেসিন্ডা আর্ডার্ন এইমাত্র অলিভে প্রবেশের চেষ্টা করছিলেন এবং জায়গা না থাকায় তাকে ফিরে যেতে হলো।
গত বৃহস্পতিবার লকডাউন আরও শিথিল করেছে নিউজিল্যান্ড। সংক্রমণ ও মৃত্যু একেবারেই কমে যাওয়ায় লকডাউন নেমে গেছে দ্বিতীয় স্তরে।
আনন্দবাজার/শহক