চীনকে করোনামুক্ত ঘোষণা করলেও সম্প্রতি উহানের চিকিৎসাকেন্দ্রগুলোতে আবারো ভিড় বাড়ছে। করোনা আক্রান্ত রোগীরা সবাই সুস্থ হয়ে ওঠায় হাসপাতালগুলো খালি হয়ে যায়।
রয়টার্সের খবরে জানানো হয়েছে, হুবেই প্রদেশের ১১ মিলিয়ন মানুষের উহান শহরটিতে ‘গণহারে’ টেস্টের ক্যাম্পেইন শুরু করায় আবারো হাসপাতালে ভিড় করতে শুরু করেছেন নাগরিকরা।
স্থানীয়রা জানিয়েছেন, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান টেস্ট করানোর জন্য স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করছে। বিভিন্ন খোলা জায়গায় যেমনভাবে এটি করা হচ্ছে তেমনিভাবে হাসপাতালেও হচ্ছে। এতে আবার সংক্রমণের ঝুঁকি বাড়ছে।
স্থানীয়রা জানান, করোনা পরীক্ষার ক্যাম্পেইন শুরু হওয়ার পর থেকে এর আগে যারা সুস্থ ছিলেন তারাও বিভিন্ন ক্লিনিকে ভিড় করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক উহানের এক বাসিন্দা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে সবাই শঙ্কার কথা জানাচ্ছেন। এভাবে টেস্ট করা হলে আবারো নতুন করে সংক্রমণ শুরু হতে পারে।
এদিকে, গেল ডিসেম্বরে এই উহান শহরের একটি মাংসের বাজার থেকে নভেল করোনাভাইরাস প্রথম মানুষের দেহে সংক্রমিত হয়। তারপর থেকেই বৈশ্বিক মহামারিতে এখনো প্রাণহানি ঘটে চলেছে লাখ লাখ মানুষের।
এছাড়া, চীনা সরকার মৃতের যে সংখ্যা দিয়েছে তা নিয়ে প্রশ্ন আছে। চীন সরকারের দাবি অনুযায়ী, হুবেইতে ৬৭ হাজার ৮০৩ জন এই ভাইরাসে আক্রান্ত হন। পাশাপাশি মারা গেছেন ৩ হাজার ২১২ জন। বাকিরা সুস্থ।
আনন্দবাজার/শাহী