ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সহযোগিতা না পেয়ে হেঁটেই পাড়ি ১৩০০ কিমি পথ!

সারা বিশ্বেই করোনার জন্য চলছে লকডাউন। আর এতে সব চেয়ে বেশি বিপাকে পরছে শ্রমিকরা। সম্প্রতি জানা গেছে, লকডাউনের কারণে ভারতের অন্যান্য রাজ্যে আটকে অনেক শ্রমিকই বারি ফিরতে হাঁটছেন মাইলের পর মেইল রাস্তা।

এমনই এক পরিবারের ১৭ জন সদস্য অনেক রাস্তা পায়ে হেঁটে বাড়ির যেতে রওনা দেন। কিন্তু পরিবারের ছোট সদস্যের ঘাড় ভেঙে যাওয়ায় শিশুটিকে নিয়ে যাওয়ার জন্য বাঁশ এবং কাপড় দিয়ে একটি স্ট্রেচার বানিয়েছেন তারা। সেই স্ট্রেচারে শিশুটিকে শুইয়ে কাঁধে নিয়েই লম্বা পথ পাড়ি দিয়েছেন তারা।

পরিবারের সবাই দিনমজুরের কাজ করতেন কিন্তু লকডাউনের কারণে অন্যরাজ্যে আটকা পড়ে যান। কোন সাহায্য না পেয়ে  হেঁটেই বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন তারা। লুধিয়ানা থেকে মধ্যপ্রদেশের সিঙ্গরৌলি প্রায় ১৩০০ কিলোমিটার পথ। দীর্ঘ এই যাত্রাপথে তাদের কাছে পর্যাপ্ত খাবার এবং কোন টাকা-পয়সা ছিল না।

কিন্তু অবশেষে উত্তরপ্রদেশের কানপুরে যাওয়ার পর  সহযোগিতা পায় ওই পরিবার। কানপুরের পুলিশ তাদের জন্য একটি ট্রাকের ব্যবস্থা করে করে দেয়।

এই ব্যাপারে ওই পরিবারের সদস্য বলেন, লুধিয়ানা থেকে প্রায় ১৫ দিন তারা টানা হেঁটে এসেছেন। কিন্তু পুলিশের সহজগিতায় ওই ট্রাকের ব্যবস্থা হওয়ায় তারা অনেক আশাবাদী যে খুব তাড়াতাড়ি নিজেদের বাড়ি ফিরতে পারবেন।

আনন্দবাজার/এইচ এস কে

 

সংবাদটি শেয়ার করুন