না ফেরার দেশে চলে গেলেন বাংলা খেয়ালের প্রবর্তক, গায়ক, সুরকার, গীতিকবি এবং সংগীত পরিচালক আজাদ রহমান। আজ শনিবার (১৬ মে) দুপুরে শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জানা গেছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। কিছুদিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই সংগীত সুরকার এবং ঢাকার ল্যাবএইড হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়। এর আগে তার কোলনস্কপি করা হলে তাতে সিস্ট ধরা পড়ে। তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন গীতিকার কবির বকুল।
‘জন্ম আমার ধন্য হলো মা গো’, ‘ভালোবাসার মূল্য কত’, ‘ও চোখে চোখ পড়েছে যখনই’, ‘মনেরও রঙে রাঙাব’, ‘ডোরা কাটা দাগ দেখে বাঘ চেনা যায়’, ‘এক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি’সহ বহু গানের সাথে জড়িয়ে ছিলেন আজাদ রহমান। এগুলোর মধ্যে অনেক গানের সুরকার তিনি, আবার অনেক গানের সংগীত পরিচালকও।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক। কলকাতার জনপ্রিয় বাংলা সিনেমা ‘মিস প্রিয়ংবদা’র সংগীত পরিচালনার মধ্য দিয়ে তার পথচলা শুরু।বাংলাদেশে তিনি প্রথম সংগীত পরিচালনা করেন বাবুল চৌধুরী পরিচালিত ‘আগন্তুক’ ছবিতে।
আনন্দবাজার/এইচ এস কে