ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

করোনা পরবর্তী সময়ে বন্ধ হচ্ছে ঘনিষ্ট দৃশ্যের শ্যুটিং!

করোনায় এক অস্থির পরিস্থিতে আছে সারাবিশ্ব। বাংলাদেশেও এর প্রভাব পড়েছে ব্যাপক ভাবে। পরিস্থিতি এক সময় কাটিয়ে উঠলেও অর্থনৈতিক ভাবে অনেক ক্ষতির মুখে পড়বে সারা বিশ্ব। অর্থনৈতিকের পাশাপাশি বিনোদন জগতেও পড়েছে এর প্রভাব।

সম্প্রতি জানা গেছে, চলচ্চিত্রের চিত্রনাট্যের কারনেই ঘনিস্ত দৃশ্যের প্রয়োজন হয়। সেই সব দৃশ্যকে ঘিরে অনেক সময়েই আপত্তি জানান সেন্সর বোর্ড।  তবে এবার সেন্সর নয়, করনার কারণে পরবর্তী সময়ে শ্যুটিং করার ধরণই পাল্টে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

গেল ১১ মের ফিল্ম ডিভিশনের এক বৈঠকের পর এমনই তথ্য এসেছে। সারা বিশ্বের ২০ দেশের ফিল্ম ডিভিশনের প্রতিনিধিরা একটি সভা করেন। সেখানে ঠিক হয় যে, করোনার কারণে পরবর্তী সময়ের বিশ্বে শ্যুটিং এর ক্ষেত্রে একাধিক শর্ত পালন করতে হতে পারে সব শ্যুটিং ইউনিটকে।

তারই ধারাবাহিকতায় ঘনিষ্ট দৃশ্য ছবি থেকে বাদ হয়ে যেতে পারে। কারণ, শ্যুটিং এর সময়ের এমন অন্তরঙ্গ দৃশ্যে যদি করোনা ছড়ায় তাহলে সংক্রমনের সম্ভাবনা আরও বাড়তে পারে।

এক্ষেত্রে একমত হয়েছে ভারত, ব্রিটেনসহ বিশ্বের ২০ টি দেশ। ফিল্মের শ্যুটিংকে কেন্দ্র করে এমন বড় সিদ্ধান্তের পথে এগিয়ে যেতে পারে দেশগুলো।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন