ঢাকা | সোমবার
৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

এবার ঈদেও গান শোনাবেন ড. মাহফুজুর রহমান

এই করনাকালেও রোজার ঈদে ভক্তদের জন্য গানের অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন ড. মাহফুজুর রহমান। এবারের অনুষ্ঠানটি মৌলিক কিছু গান দিয়ে সাজানো হয়েছে।

এটিএন বাংলার চেয়ারম্যান অবশ্য তার আরেকটি পরিচয়, তিনি একজন গায়ক। ভিশন দুর্বলতা গানের প্রতি তার। ২০১৬ সালের কোরবানি ঈদে গায়ক হিসেবে হৈ চৈ ফেলে দিয়েছেন সারাদেশে।

ব্যাপকভাবে সর্বত্রই ছিলো মাহফুজুর রহমানকে নিয়ে আলোচনা। সেবছর ঈদের সবেচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান হিসেবে স্থান দখল করে নেয় ১০টি গান নিয়ে ড. মাহফুজুর রহমানের একক সংগীতানুষ্ঠানটি।

সেই থেকেই শুরু, গান করছেন এখনো তিনি। অনেক সমালোচনা ও বিতর্ক চললেও দমে যাননি তিনি। ভক্তদের জন্য নিয়মিতভাবেই গান করে যাচ্ছেন তিনি। এবারের ঈদেও তাই ভক্তদের জন্য গানের অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন তিনি।

ইতিমধ্যেই রেকর্ডিং হয়ে গেছে গানের। এবারের অনষ্ঠানের শিরোনাম দেওয়া হয়েছে ‘হিমেল হাওয়া ছুঁয়ে যায় আমায়’। ঈদের পরদিন রাত ১০টা ৩০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে এ অনুষ্ঠান।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন