শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মশা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে জবাবদিহি করতে হবে কাউন্সিলরদের

চলতি বছর ডেঙ্গু জ্বরে সংক্রমন হওয়ার সম্ভাবনা বেশি। তাই এ বছর ডেঙ্গু থেকে রক্ষা পেতে আগে থেকেই নেওয়া হচ্ছে প্রস্তুতি। পরিষ্কার পরিচ্ছন্ন থাকার ব্যাপারে করা হচ্ছে তোরজোড়। এমনকি এডিস মশা নিধনেও নেওয়া হচ্ছে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

সম্প্রতি এই ব্যাপারে মেয়র আতিকুল ইসলাম জানান, দেশের উন্নয়ন বাস্তবায়নের মাধ্যমে দেশবাসীর কল্যাণ সাধন করা আমাদের প্রধান এবং প্রথম লক্ষ্য। আমাদের কাছে দেশবাসীর অনেক আশা প্রত্যাশা। তাই কথায় নয়, কাজে প্রমাণ দিতে হবে আমাদের। মানুষের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে হবে। এর ব্যতিক্রম হলে সাংবাদিক এবং জনগণ কেউই ছাড় দিবে না।

আজ শুক্রবার ডিএনসিসির দুটি অনলাইনে অনুষ্ঠিত সভায় তিনি এ কথা জানান।

তিনি আরও জানান, মশার নিয়ন্ত্রণ যেন ঠিক মতো হয় সেজন্য প্রত্যেক কাউন্সিলর ব্যক্তিগতভাবে মনিটর করবেন। নির্ধারিত গুণ এবং পরিমাণ বজায় রেখে মশার কীটনাশক দেওয়া হচ্ছে কিনা তা আপনাদেরকে নিশ্চিত করতে হবে। প্রত্যেক কাউন্সিলর তার ওয়ার্ডের মশা নিয়ন্ত্রন করতে ব্যর্থ হলে তার জন্য দায়ী থাকবেন ও তাকেই জবাবদিহি করতে হবে।

অনলাইন ওই সভায় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর,মহিলা কাউন্সিলর এবং ডিএনসিসির বিভিন্ন বিভাগের প্রধান উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুনঃ  বরুড়া পৌর নির্বাচনে ব্যালটবাক্স নিয়ে যেতে চাইলেন কাউন্সিলর প্রার্থী

সংবাদটি শেয়ার করুন