ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ভয়াবহ ভূমিকম্প আঘাত হানল যুক্তরাষ্ট্রে

করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্র। আজ শুক্রবার স্থানীয় সময় ভোর ৪টা ৩ মিনিটে দেশটির পশ্চিমাঞ্চলীয় নেভাদা অঙ্গরাজ্যে আঘাত হানে ভূমিকম্পটি। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬ দশমিক ৫।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, নেভাদার টোনোপাহ শহরের ৫৭ কিলোমিটার পশ্চিম-উত্তর-পশ্চিমে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল ভূ-পৃষ্ঠের ৭ দশমিক ৬ কিলোমিটার গভীরে। তবে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া ক্যালিফোর্নিয়াও ভূমিকম্প হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে স্থানীয়রা।

বর্তমানে করোনাভাইরাসে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। দেশটিতে প্রতিদিনই বাড়ছে এই ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বেশি করোনা আক্রান্তের দেশ যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতিতে ভূমিকম্প যুক্তরাষ্ট্রের জনগণের মনে ছড়িয়েছে আতঙ্ক।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন