ঢাকা | রবিবার
১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

করোনার কারণে আটকে গেছে ৫০ হাজার বিয়ে

মহামারী নভেল করোনাভাইরাসের প্রকোপে ইতালিতে এখন পর্যন্ত প্রায় ১৭ হাজার বিয়ের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। যা আগামী মাসগুলোতে বেড়ে ৫০ হাজার পর্যন্ত হতে পারে।

ইতালিতে বেশ জাঁকজমকভাবে নিজস্ব সংস্কৃতিতে উদযাপন করা হয় বিয়ের অনুষ্ঠান। এছাড়া থাকে একাধিক ইভেন্ট প্ল্যানার প্রতিষ্ঠান।

জানা যায়, ইতালিতে বাতিল করা হয়েছে বিদেশিদের বিয়ের অনুষ্ঠানও। ঘটা করে বিয়ের অনুষ্ঠান উদযাপন করতে অনেকেই ইতালিতে যান। এমনকি বিভিন্ন দেশের সেলিব্রেটিও সেখানে অংশগ্রহণ করেন।

ইতালির এক বিবাহ ইভেন্ট প্রতিনিধি জানান, বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করতে নয় হাজার বিদেশি দম্পতি গত বছর ইতালি ভ্রমণ করেছে।

ওই ইভেন্ট ম্যানেজার জানান, তিনি বিয়ের অনুষ্ঠান আবার শুরু করার জন্য কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন। তার মতে করোনার কারণে বিয়ের অনুষ্ঠান হতে পারে হোটেলের হলরুমের পরিবর্তে হোটেলের পার্কে এবং ৫০০ অতিথির পরিবর্তে আমন্ত্রিত হতে পারে ৩০০ অতিথি।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন