ঢাকা | মঙ্গলবার
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জামানত ছাড়া ঋণ দেয়া হবে প্রবাসীদের

করোনাভাইরাসের কারণে বিপাকে পড়েছেন লাখ লাখ প্রবাসী বাংলাদেশি। লকডাউন চলায় কাজকর্ম বন্ধ হয়ে পড়ায় অনেকে মানবেতর জীবনযাপন করছেন। অনেকেই হারিয়েছেন চাকরি। অনিশ্চিত হয়ে পড়েছে কারো কারো কাজে ফিরে যাওয়া।

এমন অবস্থাতেই মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, কুয়েত, বাহরাইনসহ বেশ কয়েকটি দেশ থেকে প্রবাসীদের নিজ নিজ দেশে ফিরিয়ে নেওয়ার জন্য চাপ দেয়া হচ্ছে। এই মাসেই বিভিন্ন দেশ থেকে প্রায় ২৯ হাজার প্রবাসী বাংলাদেশি দেশে ফিরে আসবেন বলে জানা গেছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় সূত্রে।

প্রায় দুই থেকে তিন লাখ প্রবাসীকে দেশে ফিরে আসতে হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। এসব প্রবাসী দেশে ফিরে আসার পর যেন কোনো ধরনের কষ্টে না থাকেন বা বেকার না থাকেন, সেজন্য সহজ শর্তে তাঁদেরকে ঋণ দেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা।

প্রবাসীকল্যাণ সচিব ড. আহমদ মুনিরুছ সালেহীন বলেন,‌ যেসব প্রবাসীর রেমিট্যান্সের টাকায় দেশের অর্থনীতি চাঙ্গা, তাঁদের জন্য সহজ শর্তে ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রবাসীকল্যাণ ব্যাংক থেকে এসব ঋণ দেওয়া হবে। প্রবাসীরা যেন কোনো ধরনের সংকটের মধ্যে না পড়েন সেজন্য সরকারের পক্ষ থেকে বিশেষ প্রণোদনা প্যাকেজ রয়েছে।

তিনি আরও বলেন, সহজ শর্তে এই টাকা থেকে তাদেরকে ঋণ দেওয়া হবে। যেন তাঁরা টাকাগুলো দিয়ে দেশে কিছু একটা করতে পারেন। প্রাথমিকভাবে ২-৫ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। সুদের হার ২ থেকে ৫ শতাংশের মধ্যে। আর কোনো জামানত ছাড়াই তিন লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন তারা।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন