ঢাকা | মঙ্গলবার
২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আম কুড়াতে যেয়ে বজ্রপাতে স্কুল ছাত্র নিহত

ফেনীতে বজ্রপাতে একজন স্কুল ছাত্র নিহত হয়েছে। তার নাম রিপাত হোসেন (১৫)। সে স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। তার বাবার নাম নুরুল আফছার একজন ভ্যান চালক।

বুধবার (১৩ মে) বিকেল ৩টার দিকে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের পাঁচগাছিয়া দক্ষিন সমাজ এলাকায় এ বজ্রপাতের ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার বিকেল ৩টার দিকে ঝড় বৃষ্টি শুরু হলে স্কুল ছাত্র রিফাত বাড়ীর পাশে আম কুঁড়াতে যায়। এসময় বজ্রপাতে তার শরীর ঝলসে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, তিনি বজ্রপাতে একজন স্কুল ছাত্রের মৃত্যুর কথা শুনেছেন।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন