সর্বশেষ চব্বিশ ঘণ্টায় অনেকেই সার্চ ইঞ্জিন গুগলে লিখেছেন- সানি লিওনের ফোন নম্বর। যদি একবার বলিউড নায়িকার সঙ্গে যোগাযোগের সুযোগ পাওয়া যায়!
এই ফোন নম্বরের খোঁজ এত বেশি হয়েছে যে বাধ্য হয়ে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে সেই অভিযোগ সানি করেননি, করেছেন দিল্লির এক ব্যক্তি।
ঘটনা হলো, ‘অর্জুন পাটিয়ালা’ ছবির ট্রেলারে দেখা যায় অভিনেতা দিলজিৎ দোসাঞ্জকে একটি ফোন নম্বর দিচ্ছেন সানি। ওই দৃশ্য প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে যায় নম্বরটি।
সাবেক পর্নো তারকার ফোন নম্বর ভেবে অনেকেই আগ-পাশ বিবেচনা না করে ফোন করে বসেন। কিন্তু বাস্তবে ওই নম্বর দিল্লির বাসিন্দা ও ব্যবসায়ী পুনিত আগরওয়ালের।
ফোন নম্বরটি যে সক্রিয়- তা জানতেন না ‘অর্জুন পাটিয়ালা’র নির্মাতারা। ট্রেলার প্রকাশের দিন থেকেই পুনিতের মোবাইলে অসংখ্য কল আসতে থাকে। সঙ্গে পাল্লা দিয়ে ছিল অশ্লীল মেসেজ।
বাধ্য হয়ে এই ভুক্তভোগী পুলিশের কাছে অভিযোগ করেন। এদিকে জুম টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে সানি বলেছেন, “দুঃখিত.. .সত্যিই চাইনি আপনার সঙ্গে এমন হোক। নিশ্চয়ই কিছু মজাদার ফোনকল পেয়েছেন।”