বয়সের দোষ ২০ মিনিট এর এই নাটকটি দাগ কেটেছে নেটিজেনদের হৃদয়ে। তাই নিয়ে কথা হলো তরুন নির্মাতা বাপ্পি খানের সঙ্গে বয়সের দোষ ও অন্যান্য বিষয় নিয়ে।
প্রথমেই বয়সের দোষ নিয়ে কিছু বলুন?
বয়সের দোষ এই কাজটি আসলে এবছর আমার প্রথম কাজ তাই বলতে পারেন একটু বেশি স্পেশাল। অন্য একটা কাজ করার কথা চলছিল তবে ব্যাটে বলে মিলছিল না। তাই একদম হুট করেই এই কাজটা করে ফেলা। কিন্তু দর্শক যে এতোটা পছন্দ করবে আগে থেকে বুস্তে পারিনি। সব মিলিয়ে বলতে পারেন আই ফিল গুড।
এখন বলুন কেমন আছেন লকডাউনে সময় কেমন কাটছে?
ঠিক নিজেও জানিনা কেমন আছি। তবে বাসায় আছি আমার সাথে আমার কিছু টিমমেট আছে। একসাথে আড্ডা দিচ্ছি নিজেদের পুরনো কাজ নিয়ে আলোচনা করছি সে গুলো থেকে ভুল খুঁজে বের করার চেষ্টা করছি। তাছাড়া মুভি দেখে বই পড়ে গল্প লিখে আবার কখনো গেম খেলে বা ছবি আঁকার চেষ্টা করছি ইউটুব ভিডিও দেখে। এক কথায় বলতে পারেন ব্যাস্ত রাখছি নিজেকে যতভাবে রাখা যায়। আর ভুলে থাকার চেষ্টা করছি আমরা যে বন্দি খাঁচায় আছি।
লকডাউন বোরিং লাগে?
লাগলেও তো কিছু করার নেই। লক ডাউন মানুষ কে যেভাবে ব্যাথিত করছে। আবার অনেক মানুষ কে জীবন টা কি? তা ভালো করে উপলদ্ধি করার সুযোগ করে দিচ্ছে। এই লকডাউনে মুভি দেখে সিরিজ দেখে বই পড়ে বা অন্যান্য যাই করছি এসব করে আমার মনে হচ্ছে লকডাউন না হলে হয়তো জীবনে অনেক কিছুই দেখা মিস হয়ে যেত। জীবনে অনেক কিছুই হয়তো অজানা থেকে যেতো। আপনার সাথে কথা বলতে গিয়ে হুমাইন ফরিদী স্যার এর একটা উক্তি মনে পড়ে গেলো উনাকে কোনও এক ইন্টার্ভিউ তে প্রশ্নও করা হয়েছিল মৃত্যু নিয়ে উনার ভাবনা উনি বলেছিলেন মৃত্যুর মত এতো স্নিগ্ধ এতো গভীর সুন্দর আর কিছুই নেই কারণ মৃত্যু অনিবার্য। তুমি যখন জন্মেছো তোমাকে মরতে হবে। তাই যেটা অনিবার্য তাকে ভালবাসাটাই শ্রেয়। তাই এখন যেহেতু করোনা চলছে এটা কে মেনে নিয়ে যতটা ভালো থাকা যায় সেটাই শ্রেয়। আমরা সেই চেষ্টাই করছি।
এই ঈদে কি আসছে?
ঈদে বেশ কয়েকটা প্রোডাকশন করার কথা ছিল কিন্তু এখনো জানিনা কি হবে। তবে বেশ কিছু প্রোডাকশন ইতি মধ্যেই ক্যান্সেল হয়ে গেছে। হয়তো দালাল নামে একটা প্রোডাকশন আসতে পারে। মাত্র প্ল্যানিং চলছে দেখা যাক কি হয়।
করোনা শেষের পরিকল্পনা?
দেখেন যেহেতু লকডাউনে আছি সত্যি বলতে এই সময় টা কে আমি কাজে লাগানোর জন্য চেষ্টা করছি। বেশ কিছু গল্প যা লিখি লিখি করেও লেখা হয়না সে গুলো শেষ করছি। বালিকা শিরোনামের নামে একটা গল্প লিখছি যদিও নামটা ঠিক করা অনেক আগে গল্পটা হাফ ডান ছিল সেটা ইতিমধ্যে শেষ করেছি। লকডাউনের পড়ে এই কাজ টা দিয়েই কাম ব্যাক করতে চাই।
ঈদের দিন কি করবেন?
দেখেন ঈদ বা যেকোনো স্পেশাল ডে’ই এখন আমার কাছে অনেক নরমাল দিনের মত। কারণ আমার কাছে ঈদ মানেই শুটিং বা আমার কাজ।
আনন্দবাজার/শাহী