বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাসের ছোবলে গোটা বিশ্ব স্তব্ধ। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে তেমনি মৃত্যুর সংখ্যাও নতুন নতুন নম্বর যোগ হচ্ছে। সুস্থ হওয়ার রেকর্ড আছে। আক্রান্তের সংখ্যার হিসেবে বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন। তবে এই স্পেনেই করোনার সংক্রমণকে হারিয়ে সুস্থ হয়েছেন ১১৩ বছরের বৃদ্ধা মারিয়া ব্রানয়াস। সারা বিশ্বে এখনো পর্যন্ত মারিয়াই সবচেয়ে বয়স্ক মানুষ যিনি এতবছর বয়সেই করোনাকে হারিয়েছে।
এদিকে, গত এপ্রিলে তিন সন্তানের মা মারিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। বৃদ্ধাশ্রমে মারিয়া আইসোলেশনে ছিলেন।
জানা যায়, সানফ্রান্সিসকোতে জন্ম নেওয়া মারিয়া ছোট্ট বেলায় জয় করেছিলেন মহামারি স্প্যানিশ ফ্লুও।
এ ঘটনার পর স্পেনের জিরন্টোলজি রিসার্চ গ্রুপ মারিয়াকে স্পেনের ‘ওল্ডেস্ট করোনা সারভাইভার’ হিসেবে ঘোষণা করেছে। এই রিসার্চ গ্রুপ সাধারণত ১০০ বা তার চেয়ে বেশি বয়সের কারা করোনাযুদ্ধে জয়ী হয়েছেন তাদের খোঁজ চালায়। এই গ্রুপের পরিসংখ্যানেই দেখা গেছে এখন পর্যন্ত স্পেনের এই বৃদ্ধাই বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ যিনি করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন।
নভেল করোনা থেকে সুস্থ হওয়ার পর মারিয়া এখন সুস্থ রয়েছেন। মাঝে মাঝে শরীরে ব্যথায় খানিক কষ্ট পাচ্ছেন তিনি। তবে চিকিৎসকদের তথ্যমতে, কয়েকদিন সাবধানে থাকলে এবং বিশ্রাম নিলে একদম চাঙ্গা হয়ে যাবেন মারিয়া।
আনন্দবাজার/শাহী