ঢাকা | বুধবার
১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

লোকসানে ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসা

নারায়নগঞ্জ সদরে গড়ে উঠেছে ছোট বড় মিলিয়ে প্রায় ৫০ টিরও অধিক ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান৷ এসব প্রতিষ্ঠান সপ্তাহে গড়ে তিনটি ইভেন্টের কাজ করে থাকে। ছোট বড় সব ধরনের সামাজিক অনুষ্ঠানের দায়িত্ব পান এসব প্রতিষ্ঠান।

নারায়নগঞ্জ জেলা ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তখন থেকেই সামাজিক দূরত্ব নিশ্চিতে এবং সুরক্ষার্থে সব ধরনের অনুষ্ঠান ও জনসমাগম বন্ধ করা হয়। এতে অন্যান্য ব্যবসার ন্যায় এই ব্যবসাতেও ধস নেমেছে। এ ব্যবসার সাথে জড়িত কয়েক হাজার লোক৷

নারায়নগঞ্জ ইভেন্ট ম্যানেজমেন্ট মালিক সমিতির’ সভাপতি শ্যামল আহমেদ বলেন, প্রতিটা প্রতিষ্ঠানে কমপক্ষে ৫ জন থেকে শুরু করে ৩০ জন স্টাফ রয়েছে৷ করোনা কালে কর্মচারীদের বেতন জোগার করতে রীতিমতো হিমসিম খেতে হচ্ছে মালিকদের। তাছাড়া অফিস ভাড়া ও গোডাউন ভাড়া গুনতে বেহাল অবস্থা মালিকদের৷ কাজ না থাকায় এ ব্যাবসায় পুরো লকসানের মুখে৷

সমতির সাধারণ সম্পাদক মাসুদ বলেন, মার্চ থেকে শুরু করে মে পর্যন্ত প্রায় কয়েক কোটি টাকা লোকসানের মুখে এ খাতের ব্যবসায়ীরা ৷ এছাড়া এই ব্যাবসার সঙ্গে জড়িত আছে ফুল ব্যবসায়ী, কাপড় ব্যবসায়ী, লাইটিং ও সাউন্ড ব্যবসায়ী, ফটোগ্রাফার ও ভিডিও গ্রাফার। তারাও এখন বেকার।

ব্যবসায়ীদের অভিযোগ এ খাতে সরকারি কোন সাহায্য তারা পাচ্ছেন না। তাছাড়া পূর্বেও এ খাতের জন্য কোন ব্যাংক লোন পাননি তারা অথচ এই ব্যবসার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত কয়েক হাজার লোক৷

ব্যবসায়ীদের আবেদন সরকার যেমন অন্য সব ব্যাবসায় সরকারি প্রনোদনা দিচ্ছে এ খাতেও যেন প্রনোদনার ব্যাবস্থা করে।

আনন্দবাজারি/এফ/বনি

সংবাদটি শেয়ার করুন