আফগানিস্তানের এক পুলিশ কমান্ডারের দাফন অনুষ্ঠানে বোমা হামলায় নিহত হয়েছেন অন্তত ৪০ জন। পাকিস্তানের সীমান্তবর্তী আফগানিস্তানের নানগারহার প্রদেশে এই নারকীয় ঘটনা ঘটেছে।
প্রাদেশিক গভর্নরের কার্যালয় জানিয়েছে, মঙ্গলবার দুপুরে দাফন অনুষ্ঠানের মাঝামাঝি সময়ে আত্মঘাতী কোনো হামলাকারী এ বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। কে বা কারা এ হামলা চালিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। দায় স্বীকার করেনি তালেবান বা আইএস কেউই।
নানগারহার প্রদেশ গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি বলেন, ওই দাফন অনুষ্ঠানে গিয়ে বোমা হামলার শিকার হয়ে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। তিনি বলেন, সোমবার হার্ট অ্যাটাকে মারা যান স্থানীয় এক পুলিশ কর্মকর্তা। তারই জানাজা ও দাফনে জড়ো হয়েছিলেন এসব মানুষ।
প্রাদেশিক কাউন্সিলের আরেক কর্মকর্তা সোহরাব কাদেরি জানান, বোমার বিস্ফোরণে অন্তত ৫০ জন হতাহতের শিকার হয়েছেন। হযরত আলী নামে এক এমপি হামলায় আহত হলেও প্রাণে বেঁচে গেছেন।
হামলার দায় স্বীকার করেনি তালেবান গোষ্ঠী। পাকিস্তানের সীমান্তবর্তী হওয়ায় তালেবানের পাশাপাশি আইএস জঙ্গি গোষ্ঠীও সক্রিয় রয়েছে এ অঞ্চলে। আইএস হটাতে দেশটিতে বর্তমানে তৎপর রয়েছে তালেবান ও সরকারিসহ বিদেশি বাহিনী।
আনন্দবাজার/ডব্লিউ এস