নতুন রুপে সেজে চোখের স্বস্তি আনতে ফেসবুক নিয়ে এলো ডার্ক মোড। ২০১৯ এর ডেভলপার কনফারেন্সে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছিল, খুব শিগগিরই তারা ফেসবুকের লেআউটে পরিবর্তন আনতে যাচ্ছে। যা ২০২০ সালে এলো।
সারাবিশ্বে নতুন ডেক্সটপ ভার্সন নিয়ে এলো ফেসবুক। আপনি যদি এখনো এই নতুন আধুনিক ফেসবুক না পেয়ে থাকেন সেক্ষেত্রে কিছুদিন অপেক্ষা করুন। ডার্ক মোড মোবাইলের ক্ষেত্রে যে সুবিধা দেয় সেই একই সুবিধা পাবেন ডেক্সটপের ক্ষেত্রেও।
ফেসবুক কর্তৃপক্ষ জানায়, নতুন ডিজাইনের সাহায্যে ভিডিও দেখা, গেম খেলা অথবা গ্রুপে সবার সাথে চ্যাট করার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। ফেসবুক এখন আরোও ইউজার ফ্রেন্ডলি হয়ে উঠেছে।
ফেসবুকে কর্তৃপক্ষের দাবি, নতুনভাবে সাজানো ফেসবুক ডেক্সটপ আপনার চোখের ক্লান্তিভাব দূর করতে সক্ষম। এর পাশাপাশি নতুন ডিজাইনের ডেক্সটপ ব্যবহারের অভিজ্ঞতাও আরো ভালো হবে।
ডার্ক মোড ব্যবহারের জন্য ফেসবুকের হোম পেজেই পাওয়া যাবে Switch To New Facebook অপশনে। সেখানে ডার্ক মোড এ ক্লিক করলেই আপনার ডেক্সটপের ফেসবুক অ্যাকাউন্ট কালো রঙে বদলে যাবে।
আনন্দবাজার/তা.তা