ঢাকা | সোমবার
১৪ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কৃষি কার্যক্রম তদারকির দায়িত্বে ৬৪ কর্মকর্তা

করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে খাদ্য উৎপাদন ব্যবস্থা চালু রাখা, বেশি ফসল উৎপাদন এবং কৃষকদের সহযোগিতা দিতে ৬৪ জেলায় একজন করে কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে সরকার। কৃষি মন্ত্রণালয় এবং এর অধীন দফতর ও সংস্থার কর্মকর্তাদের এই দায়িত্ব দিয়ে অফিস আদেশ জারি করেছে কৃষি মন্ত্রণালয়।

আদেশে বলা হয়েছে, ২ মার্চ কৃষি মন্ত্রণালয় এবং এর দফতর-সংস্থার কর্মকর্তাদের ৬৪ জেলার ‘বঙ্গবন্ধু কৃষি উৎসব’ তদারকির দায়িত্ব দেয়া হয়েছিল। এখন করোনাভাইরাসজনিত পরিস্থিতিতে তাদের কৃষি কার্যক্রম তদারকির দায়িত্ব দেয়া হলো।

কৃষি কার্যক্রম তদারকির দায়িত্ব দিয়ে কৃষি মন্ত্রণালয় কর্মকর্তাদের কর্মপরিধিও নির্ধারণ করে দিয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে খাদ্য উৎপাদন ব্যবস্থা চালু রাখতে, অধিক ফসল উৎপাদন করতে, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে এবং কোনো জমি যেন পতিত না থাকে, সে বিষয়ে কী কী ব্যবস্থা গৃহীত হয়েছে তা তদারকি করতে হবে এসব কর্মকর্তাকে।

এ ছাড়া বোরো ধান কাটার অগ্রগতি, কৃষি যন্ত্রপাতি ব্যবহার এবং শ্রমিকের চাহিদা ও জোগান সম্পর্কিত বিষয়ে নজরদারি করবেন দায়িত্বপ্রাপ্তরা। কর্মকর্তাদের আউশে প্রণোদনা, আউশের বীজতলা ও বপন; পারিবারিক সবজি পুষ্টি বাগান স্থাপনের অগ্রগতি; সরকারিভাবে ধান সংগ্রহে কৃষকের তালিকা প্রণয়নের অগ্রগতি; সবজি, ফল, ফুল ও অনন্য কৃষি পণ্য বিপণনে সহায়তা এবং প্রণোদনার আওতায় ৪ শতাংশ সুদে সাড়ে ১৯ হাজার কোটি টাকা কৃষি ঋণ গ্রহণে কৃষকদের সহায়তা দিতে বলা হয়েছে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন